কিভাবে গল্প পাঠাবেন?
কোন ধরনের গল্প পাঠাবেন?
- Horror/Tantra
- Goyenda/Detective
- Suspense/Crime/Mystery
- Thriller
- Histrocial
গল্প দেওয়ার নিয়মাবলি?
- গল্প অডিওতে অপ্রকাশিত হতে হবে। শব্দসীমা: ন্যূনতম 3600 ও সর্বোচ্চ 6000 হতে হবে। এর কম গ্রহণযোগ্য নয়।
- গল্পের বিষয়বস্তু আনকোরা নতুন হতে হবে। শ্রোতা যেন নতুন কিছুর স্বাদ পায়।
- অন্য কোন জনপ্রিয় গল্পের প্লট বা বিষয়বস্তু ধার করা চলবে না এবং গল্পটি যেন সম্পূর্ণ আপানার মস্তিস্কপ্রসূত হয়।
- গল্পের লেখা যেন Audio Friendly হয়। যথাযথ ভাষা ও সংলাপ মিশিয়ে লেখার চেষ্টা করবেন।
- গল্পের ভাষা সহজ এবং শব্দচয়ন সাবলীল হয়। বিশেষনের ঘনঘটার প্রয়োজন নেই।
- রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পুষ্ঠ, ধর্মীয় আঁতলামতে দুষ্ট এবং যৌনতায় তুষ্ট গল্প দেবেন না। এই সংক্রান্ত কোন গল্প আমরা পরিবেশন করি না।
উত্তর কিভাবে পাবেন ?
আপনার সাথে আমরাই যোগাযোগ করে নেবো। অথবা ইমেইল মারফৎ জানিয়ে দেবো।
কতদিনের মধ্যে জানাবেন ?
১৫-৩০ দিন এর মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
Terms & Conditions (T&C)
What's your reaction?
Excited
9 Happy
5 In Love
3 Not Sure
1 Silly
1