অগ্নিবীণা ২০২১ প্রতিযোগিতা by Eso Golpo Kori
Don’t wait. The time will never be just right!
“অগ্নিবীণা ২০২১-২২” প্রতিযোগিতায় গল্প পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়মাবলি রয়েছে। সেগুলি পড়ার পর, যদি মনে হয় আপনার গল্পটি আমাদের জন্য সঠিক তবেই পাঠান।
১) গল্পটি প্রকাশিত/অপ্রকাশিত হতে হবে। শব্দসীমা: ন্যূনতম 40০০ ও সর্বোচ্চ ৮০০০ হতে হবে। এর কম বা বেশি গ্রহণযোগ্য নয়। গল্পটি যেন অন্য কোথাও আগে শোনানো না হয়।
২) গল্পের বিষয়বস্তু আনকোরা নতুন হতে হবে। শ্রোতা যেন নতুন কিছুর স্বাদ পায়। প্রেমের গল্প দেবেন না।
৩) নিম্নলিখিত জঁরের ওপর লেখা দেবেন,
থ্রিলার/সাসপেন্স
ভৌতিক
পৌরাণিক/ঐতিহাসিক
এডভেঞ্চার
তন্ত্র
৪) অন্য কোন জনপ্রিয় গল্পের প্লট বা বিষয়বস্তু ধার করা চলবে না এবং গল্পটি যেন সম্পূর্ণ আপানার মস্তিস্কপ্রসূত হয়।
৫) গল্পের লেখা যেন Audio Friendly হয়। যথাযথ ভাষা ও সংলাপ মিশিয়ে লেখার চেষ্টা করবেন।
৬) গল্পের ভাষা সহজ এবং শব্দচয়ন সাবলীল হয়। বিশেষনের ঘনঘটার প্রয়োজন নেই।
৭) রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পুষ্ঠ, ধর্মীয় আঁতলামতে দুষ্ট এবং যৌনতায় তুষ্ট গল্প দেবেন না। এই সংক্রান্ত কোন গল্প আমরা পরিবেশন করি না।
গল্প কিভাবে পাঠাবেন?
গল্প পাঠানোর জন্য আমরা একটা খুবই সহজ পদ্ধতি নিয়েছি,
- আপনার নাম,
- ঠিকানা
- মোবাইল
- গল্পের ধরন (Genre) এবং
- গল্পের (.doc) file সহ পাঠিয়ে দিন।
[email protected] এই মেইল তে। সাবজেক্টে “Agnibina 2021” লিখতে ভুলবেন না।
বিজয়ীদের জন্য কি থাকছে ?
(১) নির্বাচিত প্রথম পাঁচটি গল্প পাঠ করে শোনানো হবে এসো গল্প করি চ্যানেলে।
(২) এছাড়াও পরবর্তী সময়ে আরও কিছু গল্প অডিওতে করা হবে।
প্রতিযোগিতার পুরস্কার ?
প্রতিযোগিতার প্রথম পাঁচজন বিজয়ীর জন্যে থাকছে এসো গল্প করি থেকে আকর্ষণীয় পুরস্কার। (পুরস্কার এর সব তথ্য result এর দিন জানানো হবে)
প্রতিযোগিতার সময়সীমা ?
৩০শে নভেম্বর রাত ১০টা পর্যন্ত।
প্রতিযোগিতার result ?
পরবর্তীতে ঘোষণা করা হবে। (ডিসেম্বরের মাঝামাঝি)