কপিরাইটের সমস্যা ?

  • নমস্কার, বাংলা সাহিত্য জগতে আমাদের এই ছোট্ট প্রয়াস এসো গল্প করি। আমাদের Published কোন গল্প বা Content যদি মনে হয় আপনার বা আপনার কোম্পানির, তাহলে প্রথমেই আমরা ক্ষমা প্রার্থী।
  • আমাদের কোনো অসৎ উদ্দেশ্য বা অভিপ্রায় নেই। আমরা কেবল বাংলা ভাষা এবং বাংলার সৌন্দর্য ও গৌরব বাংলা গল্পগুলি সবার সাথে, সবার কাছে পৌঁছে দিতে চাই।
  • যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাদের ক্ষমা/মার্জনা করবেন এবং দয়াকরে আমাদের সাথে যোগাযোগ করবেন, উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। – Team Eso Golpo Kori

আমাদের সাথে যোগাযোগ করুন


[email protected]