Indian History

উনিশ শতকের কালী পূজার ছবি !!

উনিশ শতকের একটি চিত্র
———————————–
আলেক্সি সল্টিকভ ( ১৮০৬ — ১৮৫৯ খ্রিঃ ) ছিলেন একজন রুশ চিত্রশিল্পী ও পরিব্রাজক। তাঁর প্রকৃত নাম ছিল আলেকসেই ডিমিত্রিভিচ সল্টিকভ। তিনি প্রিন্স নিকোলাই সল্টিকভের পৌত্র ছিলেন।

 

১৮৪১ সালে তিনি ভারত ভ্রমণে এসেছিলেন। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। প্রথমে দক্ষিণ ভারত হয়ে এসেছিলেন বাংলায়। তারপরে উত্তরভারত পরিভ্রমণে গিয়েছিলেন। সমকালীন ভারতীয় জনজীবন ও সংস্কৃতিকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন।

 

উনিশ শতকের মাঝামাঝি সময়ে কালীপূজোকে কেন্দ্রকরে মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা ও আনন্দকে ভারি সুন্দরভাবে তিনি চিত্রিত করেছেন নিচের অসামান্য চিত্রে।

ঋণস্বীকার : উইকিপিডিয়া।

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Indian History

যেভাবে এক বাঙালির কৃতিত্ব চুরি করেছিল ব্রিটিশরা

সিন্ধু সভ্যতার নামকরণটা একান্তভাবেই ঘটেছে এই সভ্যতার প্রত্ন-নিদর্শনগুলিকে খুঁজে পাওয়ার উপরে ভিত্তি করে। এই সভ্যতার ...