
[dropcap]ম[/dropcap]মহামারি করোনাতে এই পৃথিবী আজ থমকে গিয়েছে। চারদিকে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। তবে এরই মধ্যে অনেকেই বেঁচে থাকার রশদ খুঁজে নিচ্ছেন বাংলা ভাষার মধ্যে, বাংলা গল্পের মধ্যে এবং বাংলা শ্রুতি নাটকের মধ্যে। এসো গল্প করি, চীনেপটকা এবং পলান্ন প্রকাশনী আয়োজন করেছে “গল্প মেলা ২০২০”। এটি একটি গল্প প্রতিযোগিতা। আপনি যদি লেখক হন বা লিখতে ভালোবাসেন তবে আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের।
Don’t wait. The time will never be just right!
Great things in business are never done by one person. They’re done by a team of people. Steve Jobs
বিজয়ীদের জন্য কি থাকছে ?
(১) এই প্রতিযোগিতায় নির্বাচিত সেরা দশটি(১০)টি গল্প নিয়ে এসো গল্প করি, চীনে পটকা ও পলান্ন প্রকাশনী থেকে প্রকাশিত হবে একটি মুদ্রিত বই।
(২) নির্বাচিত প্রথম পাঁচটি গল্প পাঠ করে শোনানো হবে এসো গল্প করি চ্যানেলে।
(৩) এছাড়া পরবর্তী সময়ে আরও কিছু গল্প অডিও তে করা হবে।
প্রতিযোগিতার পুরস্কার ?
প্রতিযোগিতার প্রথম পাঁচজন বিজয়ীর জন্যে থাকছে এসো গল্প করি থেকে আকর্ষণীয় পুরস্কার। এছাড়া থাকছে চীনে পটকা ও পলান্ন প্রকাশনী থেকে বাকিদের জন্য পুরস্কার। (পুরস্কার এর সব তথ্য result এর দিন জানানো হবে)
গল্প কিভাবে পাঠাবেন?
গল্প পাঠানোর জন্য আমরা একটা খুবই সহজ পদ্ধতি নিয়েছি, যে কোন Browser থেকে ভিজিট করুনঃ
https://submit.esogolpokori.co.in/ এই লিংকে। এটি একটি গুগল এর ফর্ম লিঙ্ক, সম্পূর্ণ রুপে গুগল এর সাথে নিরাপদ। এখানে দেওয়া প্রশ্নের যথাযত উত্তর দিলেই আপনি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। (তবে আপনার গুগল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক)
“গল্প মেলা ২০২০” প্রতিযোগিতায় গল্প সিলেকশন এর ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলি রয়েছে। সেগুলি পড়ার পর, যদি মনে হয় আপনার গল্পটি আমাদের জন্য সঠিক তবেই পাঠান।
১) গল্প অপ্রকাশিত হতে হবে। শব্দসীমা: ন্যূনতম ৩৫০০ ও সর্বোচ্চ ৬০০০ হতে হবে। এর কম বা বেশি গ্রহণযোগ্য নয়।
২) গল্পের বিষয়বস্তু আনকোরা নতুন হতে হবে। শ্রোতা যেন নতুন কিছুর স্বাদ পায়। প্রেমের গল্প দেবেন না।
৩) নিম্নলিখিত জঁরের ওপর লেখা দেবেন,
থ্রিলার/সাসপেন্স
ভৌতিক
কল্পবিজ্ঞান (Sci-Fi)
লাভক্র্যাফটিয়ান হরর
পৌরাণিক/ঐতিহাসিক
এডভেঞ্চার
তন্ত্র
Horror Fantasy
৪) অন্য কোন জনপ্রিয় গল্পের প্লট বা বিষয়বস্তু ধার করা চলবে না এবং গল্পটি যেন সম্পূর্ণ আপানার মস্তিস্কপ্রসূত হয়।
৫) গল্পের লেখা যেন Audio Friendly হয়। যথাযথ ভাষা ও সংলাপ মিশিয়ে লেখার চেষ্টা করবেন।
৬) গল্পের ভাষা সহজ এবং শব্দচয়ন সাবলীল হয়। বিশেষনের ঘনঘটার প্রয়োজন নেই।
৭) রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পুষ্ঠ, ধর্মীয় আঁতলামতে দুষ্ট এবং যৌনতায় তুষ্ট গল্প দেবেন না। এই সংক্রান্ত কোন গল্প আমরা পরিবেশন করি না।
৮) কীভাবে গল্প লিখবেন? কী কী রাখবেন না? Audio friendly রূপ কীভাবে প্রদান করবেন? সমস্ত প্রশ্নের উত্তর, ওয়ার্ক শপ ও উদাহরণ গল্প নিয়ে আগামী একমাস আলোচনা চলবে চীনে পটকা গ্রূপে। (ইচ্ছুক লেখকগন যুক্ত হতে পারেন) **(https://bit.ly/2Fv7Ekr)
প্রতিযোগিতার সময়সীমা ?
১৬ই আগস্ট বিকেল ৪টে থেকে ১৬ই সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। হ্যাঁ, একমাস।
প্রতিযোগিতার result ?
30এ সেপ্টেম্বর ২০২০ রাত ৯টায়।
এখানে সব কটি প্রশ্নের উত্তর যথাযথ ভাবে দিন। এখানে দেওয়া তথ্য সম্পূর্ণ Google এর সাথে নিরাপদ। যে কোন সহায়তার জন্য মেইল করুনঃ [email protected] এই ঠিকানায়।
Click Here to Participate
এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচবো,
সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদবো।
এ যাত্রায় রেহাই যদি পাই, অন্যের কথা ভাববো।যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেবো,
একাকী নিড়ের ছানা, দু মুঠো খেলো কিনা- খবর নেব,
এ যাত্রায় বেঁচে যদি যাই, অন্যদের আগে বাঁচতে দেব।
Hi l want to join
I want to join
I want to join golpo mala